সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

রিভিউ আবেদন মীর কাসেমের

নিজস্ব প্রতিবেদক

রিভিউ আবেদন মীর কাসেমের

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেছে আসামিপক্ষ। গতকাল সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়। পরে আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেই রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে। রিভিউ আবেদনে তার খালাস চাওয়া হয়েছে। আদালত মীর কাসেমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেবেন বলে আশা করি। আইনজীবীরা জানান, রিভিউ আবেদনটি মোট ৮৬ পৃষ্ঠার। এতে মীর কাসেমের খালাসের পক্ষে ১৪টি গ্রাউন্ড (ভিত্তি) উল্লেখ করা হয়েছে। এর আগে ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিমকোর্টে আপিল করেন। মীর কাসেম আলী এখন কাশিমপুর কারাগারে। গত ৬ জুন দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর এ মামলার বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের স্বাক্ষরের পর ওইদিনই লালকাপড়ে মোড়ানো তার মৃত্যুপরোয়ানা কারাগারে পাঠানো হয়। ইতিমধ্যে সেই মৃত্যুপরোয়ানা তাকে পড়ে শোনানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় রিভিউ আবেদনই বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এই আবেদনের নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না। রিভিউ নাকচ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন মীর কাসেম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর