মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা
কিবরিয়া হত্যাকাণ্ড

অভিযোগ গঠন হয়নি বিস্ফোরক মামলার

হবিগঞ্জ প্রতিনিধি

দুই আসামির ক্রোকাদেশ তামিল না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অভিযোগ গঠন হয়নি। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাব উল্লা ২০ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। পাশাপাশি ক্রোকাদেশ তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন।

গতকাল মামলার প্রথম অভিযোগপত্রে জামিনে থাকা ৮ আসামির মধ্যে এ কে এম আবদুল কাইয়ূম ছাড়া সবাই হাজির হন। তবে কারাগারে থাকা আসামিদের হাজির করা হয়নি। আদালত সূত্র জানায়, এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ জিকে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ আসামি কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ৮ জন। এছাড়া বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক রয়েছেন। গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা জজ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন। এর মাঝে ৮ জনের ক্রোকাদেশ তামিল হয়েছে। তবে মুফতি মহিবুর রহমান ও মুফতি আবদুল হকের ক্রোকাদেশ তামিল হয়নি। পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী জানান, সাবেক  অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় দুই আসামির এখনো ক্রোকাদেশ পালন হয়নি। এ ব্যাপারে দ্রুত তামিল করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর