বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

রানী এলিজাবেথ পুরস্কারে বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক

রানী এলিজাবেথ পুরস্কারে বাংলাদেশি

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক তরুণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার পাচ্ছে বাংলাদেশি তরুণ ওসামা বিন নূর। আগামীকাল বৃহস্পতিবার বার্কিংহাম প্যালেসে এক অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশগুলোর তরুণদের সঙ্গে ওসামার হাতেও পুরস্কার তুলে দেবেন রানী এলিজাবেথ। নিজস্ব গণ্ডিতে তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবে গত ২০১৪ সাল থেকে রানীর নামে এ পুরস্কার প্রবর্তন করা হয়। বাংলাদেশ থেকে এবারের পুরস্কার পাওয়া ওসামা তরুণদের মধ্যে সচেতনা বৃদ্ধিতে কাজ করছেন। ২৫ বছর বয়সী ওসামা বাংলাদেশের তরুণদের জন্য আন্তর্জাতিক বিভিন্ন স্কলারশিপ, ইন্টার্নশিপের তথ্য সংবলিত ওয়েবসাইট ‘ইয়াং অপার্চুনিটিজ’ এর সহ-প্রতিষ্ঠাতা। এ ছাড়া ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’-এর সম্পদ সমন্বয়কের দায়িত্বপালন করা ওসামা রেডিওতে তরুণদের জন্য ‘তিন টেক্কা’ নামের একটি অনুষ্ঠানও সঞ্চালনা করেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, রাজপ্রাসাদে রানীর হাতে পুরস্কার গ্রহণের আগে ওসামা বিন নূর ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট, টুইটারের ব্রিটিশ হেডকোয়ার্টার ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কার্যালয় পরিদর্শন করবেন। তিনি কমনওয়েলথ জেনারেল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সেমিনারে অংশ নেবেন। বৈঠক করবেন ব্রিটিশ ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের কয়েকটি সংগঠনের সঙ্গে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রসঙ্গে ওসামা বলেছেন, ‘আমি আনন্দিত ও অভিভূত। ব্রিটিশ রানীর হাত থেকে আমার কাজের স্বীকৃতি পাব, ভাবতেই আমি সম্মানিত বোধ করছি।’

সর্বশেষ খবর