Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জুন, ২০১৬ ২৩:০৭
আওয়ামী লীগের ৬৮ তে পা

আজ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ পথ পরিক্রমায় এ দলটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে অনেক চড়াই-উত্রাই পার হয়ে বর্তমান অবস্থানে। আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস। কিন্তু তারপরও বিভিন্ন সময়ে এ দলটিকে অনেক সংকটে পড়তে হয়েছে। অনেক সময় পথ পাড়ি দিতে হয়েছে বিতর্কিত অবস্থান নিয়ে। বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর থাকতে হয়েছিল ক্ষমতার বাইরে। এখন আওয়ামী লীগের সুসময়। কিন্তু তারপরও সাংগঠনিক কাঠামোতে গলদ, হাইব্রিড বহিরাগত ও নবাগতদের যন্ত্রণায় আওয়ামী লীগের অনেক সাফল্য ম্লান। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে খোলামেলা কথা বলেছেন দলের প্রবীণ নেতার পাশাপাশি বিএনপি মহাসচিব এবং এক সময়ের আওয়ামী লীগ রাজনীতির ডাকসাইটে ছাত্রনেতা ও জেলা পর্যায়ের আরেক প্রবীণ নেতা।

 

এই পাতার আরো খবর
up-arrow