Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জুন, ২০১৬ ২৩:২০
গোটা বিশ্ব তাকিয়ে যুক্তরাজ্যে
ইইউতে থাকা না থাকা নিয়ে গণভোট আজ
প্রতিদিন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটিশ থাকবে কি না তা নিয়ে আজ যুক্তরাজ্যে গণভোট। আর এমন ভোট যুক্তরাজ্য বহুদিন দেখেনি, জাতির ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে এমন দ্বিধায় আর ভুগতে হয়নি ব্রিটিশদের। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে, নাকি ২৮ জাতির এই জোটের সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করে নতুন পথে হাঁটবে—আজ গণভোটে তারই সিদ্ধান্ত হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে গণভোট, এ কারণে একে সংক্ষেপে বলা হচ্ছে ‘ব্রেক্সিট’। আর এই গণভোটের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে— তারও একটি সিদ্ধান্ত বেরিয়ে আসবে। কিন্তু জরিপ বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া পক্ষ ‘লিভ’ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষ ‘রিমেইন’ প্রায় সমান সমান ভোট পেতে পারে। অর্থাৎ দুই পক্ষেরই সুযোগ ৫০-৫০। এই গণভোটের আগে শেষ বক্তব্যে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জোরালো গলায় বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমরা বেরিয়ে গেলে অর্থনীতিতে বড় ধরনের পতন দেখা দেবে। এর শিকার হবে ব্রিটেনের যুব সমাজ, শিশু কিশোর ও সেই সব শিশু যারা এখনো জন্ম নেয়নি। দুটি জনমত জরিপে দেখা যাচ্ছে লিভ ও রিমেইন পক্ষ সমান তালে এগিয়ে চলেছে। ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গেছে লিভ পক্ষকে সমর্থন করছে শতকরা ৫১ ভাগ মানুষ।

এই পাতার আরো খবর
up-arrow