বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

ঢাকার নদী অঞ্চল সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নদী অঞ্চল সংকটাপন্ন

আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জানিয়েছেন, ঢাকার চারপাশের নদী অঞ্চল পরিবেশগতভাবে সংকটাপন্ন। এসব অঞ্চলের প্রাকৃতিক জীবন ফেরাতে প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। একই সঙ্গে দূষিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর প্রতিবেশ পুনঃস্থাপনের প্রচেষ্টাও চলছে। সংসদের বাজেট অধিবেশনে গতকাল এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি আরও উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরের অন্যতম পরিবেশগত সমস্যা। এ সমস্যা দূর করতে পাইলট প্রকল্প হিসেবে রিডিউস, রি-ইউজ ও রিসাইকেল বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের নির্মম শিকার হচ্ছে বাংলাদেশ।

 উপকূলীয় ১৯ জেলার ৭০টি উপজেলার প্রায় ৪ কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। বন্যা, খরা, সাইক্লোন, লবণাক্ততা এবং সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি আমাদের জাতীয় প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, আইপিসিসির পঞ্চম প্রতিবেদন অনুযায়ী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলসহ প্রায় এক পঞ্চমাংশ সমুদ্রে তলিয়ে যেতে পারে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সুন্দরবনকে সুরক্ষায় ৩৫ কিলোমিটার জুড়ে প্লাস্টিক কোটেড জিআই তারের বেড়া নির্মাণসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণের কথা জানান।

সর্বশেষ খবর