বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা
৩৪ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

ক্রসফায়ার বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

দেশের ৩৪ বিশিষ্ট ব্যক্তি এক বিবৃতিতে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধে’র মতো নিষ্ঠুর, যুক্তিহীন, হঠকারী ও  বেআইনি হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের প্রচলিত আইনে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ বলে কোনো শব্দ নেই। বিশ্বব্যাপী স্বীকৃত আইনের শাসনের ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো অপরাধীকে, তা সে যত দুর্ধর্ষই হোক না কেন— বিনা বিচারে হত্যা এমনকি নির্যাতন করার অধিকার দেওয়া হয়নি। এই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কিছুতেই গ্রহণযোগ্য নয়। গতকাল সংবাদপত্রে পাঠানো এই বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন— ড. শাহদীন মালিক, ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক পারভিন হাসান, অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক ফিরদৌস আজিম, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক শাহনাজ হুদা, ড. স্বপন আদনান, ড. শহীদুল আলম, ড. বীনা ডি কষ্টা, ডা. জাফরুল্লাহ চৌধুরী ড. ফস্টিনা পেরেরা, ফরিদা আখতার, আফসান চৌধুরী, আইনজীবী সারা হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর