শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

জার্মানিতে সিনেমা কমপ্লেক্সে হামলা বন্দুকধারী নিহত

প্রতিদিন ডেস্ক

কড়া নিরাপত্তার মধ্যেও জার্মানিতে ভিয়েরহাম শহরের একটি সিনেমা কমপ্লেক্সে মুখোশ পরা এক বন্দুকধারী হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ওই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানিয়েছে  বিবিসি ও এএফপি। গোটা ইউরোপ জুড়ে চলছে এখন ইউরো ফুটবলের উত্তেজনা। এই প্রতিযোগিতা শুরুর আগেই ইউরোপের গোয়েন্দারা আশঙ্কা করেছিল ইউরোপে বিশেষ করে জার্মানি ও ফ্রান্সে সন্ত্রাসী হামলা হতে পারে। এ জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সিনেমা হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। প্রাথমিকভাবে এ হামলার কেউ দায় স্বীকার করেনি। খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুট শহরের কাছে ভেরহেমের কিনোপোলিস সিনেমা হলে হামলা চালায় মুখোশধারী হামলাকারী। গতকাল স্থানীয় সময় বিকাল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এই গুলি চালানোর ঘটনা ঘটে।  মুখোশধারী এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন। হামলা চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয় সশস্ত্র পুলিশ বন্দুকধারীকে ঘিরে ফেলে। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

এদিকে হেস প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বেথ দাবি করেছেন, সিনেমা হলে বন্দুকধারী গুলি চালালেও কেউ গুরুতরভাবে আহত হননি। বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে দেশটির পুলিশ বিভাগ বন্দুকধারী একজন না একাধিক তা নিশ্চিত করতে পারেনি।  শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেমা হলটি পুলিশ ঘিরে রাখে। আশপাশের এলাকায় যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন।  এর আগে গত ১১ জুন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি সমকামী নৈশ ক্লাবে একজন বন্দুকধারীর হামলার অন্তত ৫০ জন মার্কিন নাগরিক নিহত হয়।

সর্বশেষ খবর