শিরোনাম
শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ফের কাশিমপুরে মান্না

নিজস্ব প্রতিবেদক

ফের কাশিমপুরে মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল দুপুরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর-২-এ পাঠানো হয়। এ তথ্য জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান। এর আগে কারাগারে থাকা মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাসেবা দিতে কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ তার পরিবার ও দলের। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে সেনাবাহিনীকে স্বীয় আনুগত্য ও কর্তব্য থেকে বিপথগামী করতে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে মান্নার বিরুদ্ধে। এ-সংক্রান্ত মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে মান্নাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রদ্রোহ ও সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ রাজধানীর গুলশান থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয় মান্নার বিরুদ্ধে। এরপর ২ ও ৭ মার্চ বিচারিক আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করে আদালত। পরে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন মান্না। ২১ মার্চ শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেওয়া হবে না— এ মর্মে তিন সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর