শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

অংশীদারিত্বের গভীরতা বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

নিজেদের মধ্যে চলমান অংশীদারিত্বে গভীরতা বাড়ানোয় একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। গতকাল ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পঞ্চম অংশীদারিত্ব সংলাপে এ ঐকমত্য হয়েছে। দুই দিনের সংলাপে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শ্যানন। গতকাল রাতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ থেকে দুই পররাষ্ট্র সচিবের বৈঠক পরবর্তী ছবি প্রকাশ করে জানানো হয়, দুই দেশের মধ্যে থাকা অংশীদারিত্বের সব ইস্যুতে গভীরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই সচিব। ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ দিনের কোনো এক অংশে সংলাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গভীরতা এবারের সংলাপে নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার ওপর তিন সেশনের আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে থাকা ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ঢাকা ছেড়ে যাওয়ার আগে জানিয়েছিল, এবার নিরাপত্তা ইস্যুতে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী পরিচালিত জঙ্গিবিরোধী পুলিশি অভিযান এবং আলোচিত ক্রসফায়ারের বিষয়ে ওয়াশিংটনকে বিস্তারিত বলবে ঢাকা। সেখানে জঙ্গি-উগ্রবাদীদের হামলা ও অব্যাহত হুমকি মোকাবিলায় বাংলাদেশ দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় যে ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে তাও তুলে ধরা হবে। গত বছরের শেষ থেকে চলতি মে মাস পর্যন্ত এখানে সংঘটিত চাঞ্চল্যকর উগ্রবাদী হত্যাকাণ্ডগুলোর তদন্ত-অগ্রগতি জানতে আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র। বিশেষত মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের বিষয়েও বিস্তারিত তথ্য চেয়েছিল ওয়াশিংটন। ঢাকার কর্মকর্তারা তা তুলে ধরার প্রস্তুতি নিয়েই সংলাপে যোগ দেন।

সর্বশেষ খবর