রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

দেশে টাকা রাখতে মানুষ ভয় পায়

নিজস্ব প্রতিবেদক

দেশে টাকা রাখতে মানুষ ভয় পায়

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, শুধু কর ফাঁকি দিতে বা সুশাসনের অভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে— বিষয়টিকে এতটা সহজ করে দেখলে চলবে না। বাংলাদেশের সর্বত্রই সুশাসনের ঘাটতি রয়েছে। আর করের হারও বেশি না। আসলে এ দেশে মানুষ টাকা রাখতে ভয় পায়। এ কারণেই অর্থ পাচার বাড়ছে। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অর্থ পাচার : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। সিপিডি আয়োজিত এই সংলাপে অর্থ পাচারের পেছনে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা এবং সুশাসনের অভাবকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়। এ ছাড়া অবৈধ অর্থ পাচার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে পৃথক একটি সংস্থা গঠনের পরামর্শও দেন আলোচকরা। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় মূল প্রবন্ধ তুলে ধরেন আয়োজক সংস্থার রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান। বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, পিআরআই-এর নির্বাহী পরিচালক আহসান মনসুর, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান, ঢাবি শিক্ষক অধ্যাপক আবু আহমেদ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি ড. মইনুল খান, বিআইডিএস-এর সাবেক ডিজি এম কে মুজেরি প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, দেশের ভেতরে জীবন ও সম্পদের নিরাপত্তার অভাব থাকায় অনেকেই টাকা পাচারে উৎসাহিত হচ্ছে। এসব ক্ষেত্রে সরকারের অ্যাকশন নেওয়া উচিত। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ বিদেশে পাচার করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিনিয়োগের পরিবেশ না থাকা এবং রাজনৈতিক অস্থিরতাকে অর্থ পাচারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ থাকলে অর্থ পাচার হতো না। আর বেসরকারি খাত বিনিয়োগ না করলে তার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বিনিয়োগের চেয়ে সঞ্চয়ের হার বেশি। এর অন্যতম উদাহরণ পুঁজি পাচারের ঘটনা। বিনিয়োগ নিঃস্ব দেশ ক্রমান্বয়ে পুঁজি রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। এরকম বৈপরীত্য আর কোথাও নেই।

সর্বশেষ খবর