মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আসামিদের মুখোমুখি করতেই এসপি বাবুলকে ডাকা হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে ১৫ ঘণ্টা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আসামিদের মুখোমুখি করতেই তাকে ডিবি অফিসে ডাকা হয়েছিল। তিনি বলেন, তদন্তের স্বার্থে মিতু হত্যার নির্দেশদাতা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আশা করা যাচ্ছে, বাকিরাও গ্রেফতার হবে। গতকাল সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিতু হত্যায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটকদের সঙ্গে কথা বলাতে এবং হত্যার কারণ উত্ঘাটনে এসপি বাবুল আক্তারকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছিল। তবে এত রাতে বাবুলকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি মন্ত্রী। 

সর্বশেষ খবর