শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আর্জেন্টিনাকে মেসির গুডবাই

হতবাক ফুটবলপ্রেমীরা

মেজবাহ্-উল-হক

আর্জেন্টিনাকে মেসির গুডবাই

পাশাপাশি দুই দেশ। সীমান্তের এক পাশে বইছে আনন্দের বন্যা। আরেক পাশে বেদনায় নীরব-নিস্তব্ধ মানুষ। কোপা আমেরিকার ফাইনালের পর দুই প্রতিবেশি দেশ চিলি-আর্জেন্টিনার চিত্র যেন চাঁদের এপীঠ-ওপীঠ। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে সান্টিয়াগো এক উৎসবের শহর। আর ‘টাইব্রেকার’ নামক লটারিতে দুই দুইবার চিলির কাছে হেরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স হয়ে গেছে এক অন্ধকার নগরী। শুধু বুয়েন্স আয়ার্স কেন গোটা আর্জেন্টিনাই এখন শোকে পাথর। তবে আর্জেন্টাইনদের এই কষ্ট যতটা না আর্জেন্টিনা শিরোপা হারানোয়, তার চেয়ে ঢের বেশি প্রিয় তারকা লিওনেল মেসি অবসরের ঘোষণা দেওয়ায়। মেসির সঙ্গে সঙ্গে অবসরের প্রস্তুতি নিচ্ছে আগুয়েরো, হিগুয়েন, ডি মারিয়া, লাভেজ্জি ও বানেগার মতো তারকারাও। ফুটবলপাগল এক জাতি একসঙ্গে এতো শোক সইবে কেমনে! কাল যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে টাইব্রেকারে চিলির তারকা ফুটবলার ভিডালের প্রথম শটটি আটকে দিয়ে অন্যরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো। কিন্তু সকালের সূর্য যে সবসময় গোটা দিনের পূর্বাভাস দিতে পারে না তাই যেন প্রমাণিত হলো পরের বলেই টাইব্রেকারে মেসির গোল মিসের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা হেরে যায় ৪-২ গোলে। আরও একবার রচিত হলো আর্জেন্টাইন ট্র্যাজেডি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর কোপা আমেরিকার দুই দুটি ফাইনালে হেরে গেল আর্জেন্টিনা। আর এবার কিনা মেসি নিজেই মিস করলেন। দায় কাঁধে নিয়েই জানালেন, আর্জেন্টিনার হয়ে আর নয়। মেসি বলেন, ‘আমি চেষ্টা করেছি। কিন্তু আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারিনি। আমার জন্য আর্জেন্টিনা-অধ্যায় এখানেই শেষ। কোপার শিরোপাটা জিততে না পারায় আমার হূদয়টাই ভেঙে গেছে।’

একে একে পাঁচবার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। কিন্তু দেশকে একটাও শিরোপা এনে দিতে পারেননি। সে কারণেই হতাশায় নিমজ্জিত মেসি ২৯ বছর বয়সেই আর্জেন্টিনার হয়ে অবসর নিয়ে ফেললেন। মেসির অবসরে বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত শোকে বিহ্বল। আর্জেন্টাইন তারকাকে ফেরার আহ্বান জানিয়ে ইংলিশ কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার টুইটারে লিখেছেন, ‘আমার বিশ্বাস, লিটল জিনিয়াস তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার ফিরে আসবেন। অন্তত আরেকটি বিশ্বকাপে দেখতে চাই।’ ভক্তরাও চাচ্ছেন মেসি ফিরে আসুক। কিন্তু অভিমানী ব্যথাতুর মেসি কী সত্যিই ফিরবেন আর!

সর্বশেষ খবর