মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

মুক্তি পেলেন রফিকুল ইসলাম মিয়া

নিজস্ব প্রতিবেদক

মুক্তি পেলেন রফিকুল ইসলাম মিয়া

জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গত রাত ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে বিএনপি নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বাংলাদেশ প্রতিদিনকে রফিকুল ইসলাম মিয়া জানান, ‘আমি শারীরিকভাবে দুর্বল। দেশবাসীর কাছে দোয়া চাই।’ তার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবির বলেন, ‘বৃহস্পতিবার স্যারের জামিন হলেও গতকাল বিকালে আমরা সব কাগজপত্র হাতে পাই। সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেলে সব প্রক্রিয়া শেষে স্যারকে মুক্তি দেওয়া হয়।’ ১৬ মে দুপুরে নাশকতার ১০ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় ঢাকার সিএমএম আদালত। ওইদিন আত্মসমর্পণ করে নাশকতার ১৪ মামলায় জামিনের আবেদন জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার মামলায় জামিন মঞ্জুর ও বাকি ১০ মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় মোট ২৮টি মামলা দায়ের করা হয় ব্যারিস্টার রফিকুলের বিরুদ্ধে। সবকটি মামলায় জামিন পান তিনি।

সর্বশেষ খবর