শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশি তরুণরা তাক লাগিয়ে দিতে পারে

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশি তরুণরা তাক লাগিয়ে দিতে পারে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মোটরগাড়ি প্রস্তুতকারী কারখানায় কর্মরত বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। খবর এনআরবি নিউজের। শনিবার সকালে বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামিক সিটির ‘বাংলা টাউন’-এর ঐতিহ্যবাহী আলাউদ্দিন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত  বার্নিকাট এ সময় প্রকৌশলী নেতৃবৃন্দকে বাংলাদেশের সম্ভাবনাময় ও সফল দিকগুলো মার্কিন মুলুকে তুলে ধরার সেতু হিসেবে কাজ করার আহ্বান জানান। ঢাকায় মার্কিন দূতাবাসের বেশ কিছু সফল কর্মকাণ্ডের উদাহরণ দিয়ে রাষ্ট্রদূত বলেন, সামান্য সুযোগ ও সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশের তরুণরা খুব দ্রুত বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

এ সময় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট—আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলনে রাষ্ট্রদূত বার্নিকাটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৯-২১ আগস্ট— তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত আরেক সিটি ডেট্রয়েটে। রাষ্ট্রদূত বার্নিকাট এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

মতবিনিময় সভায় আবিয়ার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সম্মেলন আয়োজন কমিটির প্রধান ড. জাকিরুল হক ছাড়াও নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক আফরোজা আখতার, মিশিগান/গ্রেটলেক অধ্যায় আবিয়ার সভাপতি মনির জামান, ফিয়েট-ক্রাইসলারের ব্যবস্থাপক সাদেক রহমান, আবিয়ার সাবেক সভাপতি নাসিম উদ্দিন, আবু আশরাফ, হারুন রশিদ, রাহাত খান, ইমরান হোসেন, মুহাম্মদ আযীম, মোহাম্মাদ খান (আপেল), সাইফুল আজম সিদ্দিকী প্রমুখ। হূদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ‘বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস’-এর সভাপতি আরিফ মাহমুদ, এম এস বাহার, মোশাররাফ চৌধুরী, মঞ্জুরুল করিম, মোহাম্মদ হুদা জুয়েল, মাহবুব আলাল চৌধুরী প্রমুখ। উত্তর আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের সংগঠন ‘আবিয়া’ ১৯৮৪ সাল থেকে কাজ করছে।

সর্বশেষ খবর