মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদের লম্বা ছুটিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন

নিজস্ব প্রতিবেদক

ঈদের লম্বা ছুটিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন

ঈদের ছুটি ৯ দিন হলেও আগামী ২ থেকে ৪ জুলাই, এই ৩ দিন দেশের সব সরকারি-বেসরকারি তফসিলি ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ঈদের লম্বা ছুটিতে সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এই বিষয়টি বিবেচনা করে ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার জন্য এফবিসিসিআইয়ের অনুরোধের চিঠিতে সাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।  প্রসঙ্গত, গত ২২ জুন নির্বাহী ক্ষমতায় এবার টানা ৯দিন ছুটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জুলাই ছুটি থাকায় ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ৯ দিন ছুটি থাকছে এবারের ঈদে।

সর্বশেষ খবর