বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

পুলিশের নজরদারিতে নেই বাবুল : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পুলিশের নজরদারিতে নেই পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বাবুল জড়িত কিনা সে প্রসঙ্গ এখনো আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তারকে মিতু হত্যায় গ্রেফতার আসামিদের মুখোমুখি করা হয়েছিল। তিনি এদের চেনেন কিনা বা হত্যার রহস্য কী, তা উদ্ঘাটনের জন্যই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারা মিতুকে হত্যা করেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তা স্পষ্ট হয়েছে। যারা হত্যা করেছে, তাদের অনেককেই আমরা ধরে ফেলেছি। বাকিদের ধরার প্রক্রিয়া চলছে।’ সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। গোয়েন্দারা প্রতিবেদন দিলে সব বলতে পারব। আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমরা। সব জানানো হবে।’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসির পরিচালক খন্দকার রাকিবুর রহমান। বিচারের অপেক্ষায় ৫০ হাজার ৫৮৮টি মাদকের মামলা ঝুলে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের সরবরাহ হ্রাস, এর ক্ষতি ও ব্যবহার হ্রাসে প্রাতিষ্ঠানিকভাবে অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা রোধে মিয়ানমার সরকারের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগাযোগ অব্যাহত রেখেছে। এ বিষয়ে মিয়ানমার সরকার এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর