Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৮ জুন, ২০১৬ ২৩:৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে গণভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। বাস পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠান দুটির ছাত্রী ছিলেন শেখ হাসিনা। নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটিকে দুটি করে চারটি বাস দেওয়া হয়। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এফবিসিসিআইর প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্কুল ও কলেজ জীবনের স্মৃতি স্মরণ করে প্রতিষ্ঠান দুটিতে শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশ নিতে পারে সে ব্যাপারে খেলার মাঠের সুযোগ রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। শেখ হাসিনা শেরেবাংলা স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা যাতে দীর্ঘদিন বাসগুলোর সেবা নিতে পারে এজন্য প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বাসগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।

এই পাতার আরো খবর
up-arrow