বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

বাসা-বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে বলল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সব বাসাবাড়ি, অফিসে সিসি টিভি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী দুই বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো সরকারি-বেসরকারিভাবে পুরো ঢাকা শহর সিসিটিভি ক্যামেরার (ক্লোজ সার্কিট ক্যামেরা) আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, অন্যান্য ঈদ, পূজার চেয়ে আসন্ন ঈদুল ফিতরে জনগণকে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হবে না। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা এবং ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। চুরি, ডাকাতি প্রতিরোধের জন্য মেট্রোপলিটনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে। এরই মধ্যে অজ্ঞান পার্টি, মলম পার্টি চক্রের দুই শতাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধী ও জঙ্গি দমনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী ছয় মাসে রাজধানী ঢাকায় সব ভাড়াটের ডাটাবেইজ (তথ্যভাণ্ডার) তৈরি কাজ শেষ হবে। বিদেশের উন্নত শহরের মতো কম্পিউটারের বাটনে চাপ দিয়ে তথ্য জানা যাবে। এরই মধ্যে ডাটাবেইজ থেকে তথ্য পেয়ে অনেক অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মুসলেহউদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর