Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ জুন, ২০১৬ ২৩:৩৫
চট্টগ্রাম পুলিশের চার কর্মকর্তাসহ ১৩ জন বদলি
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চারজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। গতকাল পুলিশ সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসানকে এসএমপিতে একই পদে, সিএমপির ডিসি সঞ্জয় কুমার কুণ্ডুকে ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে, সিএমপির ডিসি কামরুল আমীনকে বিএমপিতে একই পদে এবং সিএমপির ডিসি মোকতার হোসেনকে ভোলার এসপি পদে বদলি করা হয়েছে। এ ছাড়া সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপির ডিসি, এম এ মাসুদকে আরআরএমের কমান্ড্যান্ট (এসপি), মোখলেছুর রহমানকে সিএমপির ডিসি, এস এম মোস্তাইন হোসেনকে সিএমপির ডিসি, আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের এসপি, নওরোজ হাসান তালুকদারকে পিবিআইর এসপি, আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের এসপি (চলতি দায়িত্বে), আবুল খায়েরকে রাজশাহী পুলিশ একাডেমির এসপি এবং মারুফ হোসেনকে সিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow