বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ভারতের ভিসা আরও সহজ হবে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

ভারতের ভিসা আরও সহজ হবে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ভারতের খুব কাছের বন্ধুপ্রতিম দেশ। দিনে দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতীয় ভিসা আরও সহজতর করা হবে। আগামীতে সিলেটে নতুন করে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি প্রায় একই ধরনের। এর মাঝে বাংলাদেশি মণিপুরিদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আগামীতে দিল্লিতে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কমলগঞ্জের মণিপুরি নৃত্যশিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে ভারতীয় অর্থায়নে নির্মিত মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শনে এসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার মণিপুরি কালচারাল কমপ্লেক্সের লাইব্রেরি, আইসিটি সেন্টার, মিউজিয়াম, নারী তাঁত কেন্দ্র ও ডরমেটরি পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ) ড. সুমিত জেরাথ, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (অর্থ ও প্রকল্প) গিনা উইখা, বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মণিপুরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রকীর্তি সিংহ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নীলচাঁদ সিংহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর