বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

এসআইসহ সাত পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এসআইসহ সাত পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটহাতায় পুলিশের কারণে ট্রাকচাপায় তিন শ্রমিক নেতা নিহতের ঘটনায় হাইওয়ে পুলিশের এক এসআইসহ ৭ কনস্টেবলের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় এ অভিযোগটি দায়ের করা হয়। পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের স্ত্রী ফেরদৌসী বেগম তার স্বামীকে হত্যার অভিযোগ এনে অভিযোগ দায়ের করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে। হত্যার মামলার অভিযোগ দেওয়া হলেও ঘটনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে ট্রাকের চালককে আসামি করে হত্যা মামলা করেছে। তবে তদন্ত সাপেক্ষে অভিযোগটি প্রমাণিত হলে হত্যার মামলার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এদিকে তিন শ্রমিক নেতার মৃত্যুর ঘটনায় হাইওয়ে পুলিশ তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে। এতে গাজীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবিরকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  উল্লেখ্য, গত সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল চাঁদাবাজি করার উদ্দেশে বেড়তলা নামক এলাকায় একটি ট্রাককে থামার সংকেতে দেয়। ট্রাকটি না থামলে পুলিশের এক সদস্য তার হাতের লাঠি ছুড়ে মারেন।  মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে জেলা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সাধারণ সম্পাদক আলী আজম রাজু (৪০) ও সদস্য শাহজাহান মিয়া (৫০) নিহত হন।

সর্বশেষ খবর