শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

জামিন চেয়ে শফিক রেহমানের আপিল

নিজস্ব প্রতিবেদক

জামিন চেয়ে শফিক রেহমানের আপিল

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন। আবেদনে তিনি জামিন চেয়েছেন। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সেখানে ১৪ জুলাই আবেদনের ওপরে শুনানি অনুষ্ঠিত হবে। আবেদনের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এর আগে ৭ জুন শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই মামলায় শফিক রেহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেন। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে ২৫ মে হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন।

সর্বশেষ খবর