Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ জুন, ২০১৬ ২৩:৫৬
অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে অপসারিত হলেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ। এদিকে অন্য এক মামলায় ব্যাংকটির ডিএমডি মিজানুর রহমান খানসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমডিকে অপসারণের পর ভারপ্রাপ্ত এমডি মিজানুর রহমানকে মুন গ্রুপের ঋণ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে গতকাল ডেকে নেওয়া হয়। সেখানেই তিনিসহ অন্য কর্মকর্তারা গ্রেফতার হন। জানা গেছে, এমডিকে অপসারণের সিদ্ধান্ত হয়েছিল বুধবার। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে এমডিকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এমডিকে অপসারণের বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। এমডি হিসেবে আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১০ জুলাই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে অগ্রণী ব্যাংকের এমডির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়। কয়েক দফা শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে ২১ জুন স্থায়ী কমিটি তাকে অপসারণে গভর্নরের কাছে সুপারিশ জমা দেয়। ওই সুপারিশে গভর্নর অনুমোদন দিলে চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ডিএমডি মিজানুর রহমান খান ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব নিয়ে দুদকের তলবে হাজিরা দিতে যান। জিজ্ঞাসাবাদের পর দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ গ্রেফতার করেন মিজানুর রহমানকে। জানা গেছে, মুন গ্রুপের ঋণ নিয়ে অনেক দিন থেকে দুদক তদন্ত শুরু করে। এই তদন্তের ভিত্তিতে তাকে আটক করে। এদিকে মুুন গ্রুপ জানিয়েছে, অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ভবন নির্মাণ করেছেন, অর্থ আত্মসাৎ করেননি, ব্যাংকের টাকাও মারেননি। ব্যাংকের টাকা শোধ করতে তারা রিশিডিউল চেয়েছেন।

সিটি করপোরেশন কানুনগো গ্রেফতার : অন্যদিকে ভিন্ন আরেক অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাময়িক বরখাস্ত হওয়া কানুনগো মোহাম্মদ আলীকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বুধবার রাতে ঢাকার শ্যামলী এলাকায় মোহাম্মদ আলীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow