শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সরকার ভারতকে খুশি রেখে ক্ষমতায় থাকতে চায় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের জনগণ এই ‘অবৈধ’ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ জন্যই প্রতিবেশী দেশ ভারতকে যে কোনো মূল্যে খুশি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষমতা জোর করে টিকিয়ে রাখতে ভারতের সমর্থন পাওয়ার জন্য তাদের কাছে দেশকে ক্রমান্বয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিতে একের পর এক পদক্ষেপ বাস্তবায়িত করা হচ্ছে। একমাত্র ভারতের সঙ্গেই ‘প্যাকেজ’ প্রোগ্রামই হচ্ছে শেখ হাসিনা সরকারের টিকে থাকার নিশ্চয়তা। রিজভী আহমেদ বলেন, একদিকে অসংখ্য চিহ্নিত হত্যাকারী ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করছে, অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে ঢোকানো হচ্ছে। হায় কী সেলুকাস! কী বিচিত্র এই দেশ! এভাবে দেশে আইনের দুই রকম প্রয়োগ চলছে। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেন রিজভী আহমেদ। ঈদের আগে ভীতি ছড়িয়ে সরকারি দলের ‘ক্যাডাররা’ সারা দেশে ‘চাঁদাবাজি’ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। অফিস-আদালত-দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সর্বত্র আওয়ামী চাঁদাবাজিতে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

সর্বশেষ খবর