শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পবিত্র লাইলাতুল কদর আজ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র লাইলাতুল কদর আজ

আজ পবিত্র লাইলাতুল কদর। মহিমান্বিত রজনী। পুণ্যময় ও সম্মানিত এ রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন শরিফে এ রাতকে ‘হাজার মাস অপেক্ষা উত্তম’ বলে ঘোষণা করা হয়েছে। লাইলাতুল কদরের সঠিক দিনক্ষণ নিয়ে ভিন্ন মত থাকলেও ২৬ রমজানের রাতই বাংলাদেশসহ সারা বিশ্বে লাইলাতুল কদর হিসেবে পালন করা হয়। এ হিসেবে আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ, অধিক পুণ্য ও গুনাহ থেকে মুক্তির আশায় ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করবেন। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে ইবাদত-বন্দেগি, মিলাদ ও বিশেষ মোনাজাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। লাইলাতুল কদর বা শবেকদর অর্থ সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। বছরের যে কটি রাতকে মহান আল্লাহতায়ালা বিশেষভাবে মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম ও ফজিলতপূর্ণ হলো এই লাইলাতুল কদর। এ রাত সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরা সূরায়ে কদর নাজিল করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এ রাতে আল্লাহতায়ালা কোরআন মজিদ লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। তারপর দীর্ঘ ২৩ বছর ধরে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর ক্রমান্বয়ে নাজিল করেছেন। আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাত লাভের আশায় লাইলাতুল কদরে মুসলমানরা আজ সারা রাত ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে কাটাবেন। রসুল পাক (সা.) রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে মর্যাদাবান রজনীর পুণ্য খুঁজতে বলেছেন। বেশির ভাগ আলেম-ওলামা ২৬শে রমজান দিবাগত রাতকেই লাইলাতুল কদর বলে অভিমত দেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে মহিমান্বিত এ রজনী উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। বাণীতে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর