রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভারত সাহায্য করতে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

ভারত সাহায্য করতে প্রস্তুত

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তারা সব সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের সরকারপ্রধানকে ফোন করে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। ভারত ও জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এ ঘটনার তদন্ত থেকে শুরু করে যে কোনো পর্যায়ে সাহায্য করতে ভারত প্রস্তুত রয়েছে। তারা গত শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সরকারের গৃহীত ত্বরিত ব্যবস্থার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ধন্যবাদ জানান এবং জিম্মি উদ্ধারে তার সরকারের নেওয়া ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত জাপানি নাগরিকের যথাযথ চিকিৎসার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

সর্বশেষ খবর