রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আমরা পিছু হটব না

আমরা পিছু হটব না

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বেকারিতে জঙ্গি হামলায় ইতালির কয়েকজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি। গতকাল রোমে এক সংবাদ সম্মেলনে রেনসি বলেন, ‘ইতালি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী মৌলবাদের কারণে সংঘটিত এ দুঃখজনক ঘটনার মোকাবিলা করছে। আমাদের দৈনন্দিন জীবন ধ্বংস করতে চাওয়া ওইসব মস্তিষ্কবিকৃত মানুষের হুমকির পরও ইতালি পিছু হটবে না।’ শুক্রবার রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের কূটনৈতিক পাড়ায় একদল অস্ত্রধারী যুবক হলি আর্টিসান নামের একটি বেকারিতে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে সেখানে থাকা ব্যক্তিদের জিম্মি করে। ওই সময় ঢাকাস্থ ইতালির দূতাবাস থেকে জিম্মিদের মধ্যে কয়েকজন ইতালীয় থাকতে পারেন বলে জানানো হয়েছিল। বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত মারিও পালমার বরাত দিয়ে ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রচার করেছে বলে জানিয়েছিল রয়টার্স।

সর্বশেষ খবর