মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ...। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ মঙ্গলবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে কাল বুধবার ঈদের আনন্দে ভাসবে সারা দেশ। আর আজ চাঁদ দেখা না গেলে কাল যথারীতি ৩০ রমজান পূরণ করে পরশু বৃহস্পতিবার উদ্যাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা— ঈদ মোবারক। এবার বাংলাদেশের মানুষ যখন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো রাজধানীতে ঘটে গেল ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। গুলশান হত্যাযজ্ঞের এ মর্মন্তুদ ঘটনায় গোটা দেশবাসী স্তম্ভিত ও শঙ্কিত। শোক আর উদ্বেগ মিলে গুলশান ট্র্যাজেডির ঘটনা কিছুটা হলেও ছেদ ফেলবে ঈদের আনন্দে। এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকে বসবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে ঈদের তারিখ ঘোষণা করা হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বছর সরকারি কর্মচারীরা সব মিলিয়ে নয় দিন ঈদের ছুটি পেয়েছেন। ফলে অন্যবারের তুলনায় এবার স্বজনদের সঙ্গে একটু বেশি সময় ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়েছেন তারা। লম্বা ছুটি হওয়ায় এবার এখনো মহাসড়কে কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। ট্রেন, বাস বা লঞ্চের টিকিট নিয়েও তেমন একটা ভোগান্তি পোহাতে হয়নি ঈদে ঘরমুখো মানুষকে।

ঈদ জামাত : রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রী, মুসলিম বিশ্বের কূটনীতিকসহ লাখো মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করবেন। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এ ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান। বরাবরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে প্রথম জামাতে ইমামতি করবেন আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদ। এবার শোলাকিয়ায় সকাল সাড়ে ৯টায় এবং সাড়ে ১১টায় দুটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। চ্যানেল আই শোলাকিয়া থেকে সরাসরি ঈদের জামাত সম্প্রচার করবে।

বায়তুল মোকাররমে পাঁচ ঈদ জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত হবে। এরপর সকাল ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং পৌনে ১১টায় পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী।

বসুন্ধরা আবাসিক এলাকায় চার ঈদ জামাত : বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকার ইসলামিক রিসার্চ সেন্টার মসজিদে (বড় মসজিদ) প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ মসজিদ বা এন ব্লকে নির্মাণাধীন ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টায়। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এফ ব্লক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। এ ছাড়া সকাল ৭টায় রাজধানীর হাজারীবাগ পার্ক মাঠ এবং সাড়ে ৭টায় সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় মসজিদ (প্রথম জামাত), মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদ, মিরপুর ১১ সেকশনের মসজিদে বায়তুল ফালাহ, মিরপুর ১২ সেকশনের হারুন মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পৌনে ৮টায় : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠ। তবে আবহাওযা প্রতিকূল হলে সকাল ৮টায় এ জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল পৌনে ৮টায় মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, হাজারীবাগ ভাগলপুর মাহমস্তান জামে মসজিদ। ৮টায় : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেটসংলগ্ন মাঠ, শহীদুল্লাহ হল লন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, টিকাটুলি ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, মিরপুর ৯ নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠ, গেন্ডারিয়া ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব ময়দান, মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (প্রথম জামাত), হাজারীবাগ পার্ক মাঠ (দ্বিতীয় জামাত), দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর ও খানকায়ে মোহাম্মদীয়া, দেওয়ানবাগ বাবে রহমত মসজিদ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদে, কাঁটাবন মসজিদ মিশন কেন্দ্রীয় মসজিদ (প্রথম জামাত), উত্তরা ৫ নম্বর সেক্টরসংলগ্ন ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদ, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে (দ্বিতীয় জামাত) ও শনিরআখড়া পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদ (প্রথম জামাত)। সোয়া ৮টায় : দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি বায়তুজ জান্নাত জামে মসজিদ। সাড়ে ৮টায় : নারিন্দা মুশুরীখোলা শাহসাহেববাড়ী জামে মসজিদ, ফার্মগেট মসজিদে বায়তুশ শরফ, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দান (প্রথম জামাত), নীলক্ষেত বাবুপুরা শাহসাহেববাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ (প্রথম জামাত), সায়েদাবাদ আরজুশাহ দরবার বড় মসজিদ (দ্বিতীয় জামাত), দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদ (দ্বিতীয় জামাত), খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ (দ্বিতীয় জামাত), মিরপুর বায়তুল ফালাহ মসজিদ (দ্বিতীয় জামাত), মিরপুর দারুস সালাম ফুরফুরা দরবার মারকাজে ইশায়াতে ইসলাম জামে মসজিদ, রূপনগর আরামবাগ ঈদগাহ ময়দান, মিরপুর বঙ্গবন্ধু শিশু উদ্যান, মোহাম্মদপুর শেখেরটেক ৩ নম্বর রোড মসজিদ আত তাকওয়া, বছিলা রোড হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদ, কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ, বসুগাঁও মিরবাড়ী ঈদগাহ ময়দানে। পৌণে ৯টায় : মিরপুর ফুরফুরা দরবারে মারকাজে ইশায়াতে ইসলাম মসজিদ ও খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে (দ্বিতীয় জামাত)। সকাল ৯টায় : পুরান ঢাকার আরমানিটোলা ঐতিহ্যবাহী খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ (দ্বিতীয় জামাত), দেওয়ানবাগ বাবে রহমত মসজিদ (দ্বিতীয় জামাত), মিরপুর বায়তুল ফালাহ মসজিদ (দ্বিতীয় জামাত), দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর ও খানকায়ে মোহাম্মদীয়া (দ্বিতীয় জামাত), সায়েদাবাদ আরজুশাহ দরবার বড় মসজিদ (শেষ জামাত), শনিরআখড়া পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদে। মাঝখান ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ ছাড়া মিরপুর বঙ্গবন্ধু শিশু উদ্যানে দ্বিতীয় জামাত সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে। সাড়ে ৯টায় : গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দান, বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবন (দ্বিতীয় জামাত), মিরপুর ১১ পল্লবী বায়তুল ফালাহ কমপ্লেক্স মসজিদে (দ্বিতীয় জামাত)। ১০টায় : বরিশালের চরমোনাই কামিল মাদ্রাসা মাঠ। ইমামতি করবেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। আরামবাগের দেওয়ানবাগ (তৃতীয় জামাত), নীলক্ষেত বাবুপুরা শাহসাহেববাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে (দ্বিতীয় জামাত)।

সাড়ে ১০টায় : বিশ্ব জাকের মঞ্জিল ও বনানী দরবার, শেরপুর পাকুরিয়া দরবারে। ঈদুল ফিতরের সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১১টায় আজিমপুর দায়রা শরীফ মসজিদে। এ ছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদ এবং ঢাকা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় উন্মুক্ত স্থান ও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর