মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আর্টিজানের সামনে ছেলের সন্ধানে মা-বাবা

নিজস্ব প্রতিবেদক

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার সেখানে ছেলের খোঁজে এসেছেন আবদুস সাত্তার ও মাহমুদা আক্তার। ছেলের নাম জাকির হোসেন শাওন। সে আর্টিজান রেস্তোরাঁয় বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন বলে জানায় বাবা-মা। গত শনিবার রক্তাক্ত অবস্থায় লেকের পার থেকে জঙ্গি সন্দেহে যাকে আটক করে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জাকির বলে জানান তারা। তাদের বাড়ি নারায়ণগঞ্জের নয়াপাড়ার গোদনাইল এলাকায়। জাকিরের মা-বাবা জানান, হামলার পর থেকে ছেলের কোনো খবর পাচ্ছেন না তারা। তাই গতকাল দুপুরে জাকিরের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হলি আর্টিজানের সামনে হাজির হয়েছেন তারা। তাদের সঙ্গে স্বজনরাও এসেছিলেন। মাহমুদা বলেন, ছেলে ওই রেস্তোরাঁর বাবুর্চির সহকারী হিসেবে কাজ করত। হামলার পর থেকেই তাকে খুঁজে পাচ্ছেন না তারা। তার (শাওন) খোঁজে কয়েকবার গুলশান থানার পুলিশের কাছে গেছেন। পুলিশ ইউনাইটেড হাসপাতালে জাকিরকে খোঁজার কথা বলে। সেখানে গিয়ে তারা ছেলেকে পাননি। গত রবিবার রাত দেড়টা পর্যন্ত তারা গুলশান থানায় বসে ছিলেন। কিন্তু পুলিশ ছেলে জাকিরের কোনো খোঁজ দিতে পারেনি। বাবা আবদুস সাত্তার জানান, তিনি নারায়ণগঞ্জে মেঘনা ডিপোতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। গত শনিবার টিভিতে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা দেখেন। এরপর থেকেই ছেলের খোঁজ আর পাননি। রেস্তোরাঁর হিসাবরক্ষণ বিভাগের ব্যবস্থাপক সাজেদুর রহমান জানান, তারা জাকিরকে হাসপাতালে শনাক্ত করেছেন। শিগগির তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর