শিরোনাম
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সাতক্ষীরায় পুরোহিত হত্যাচেষ্টা মামলা ডিবিতে, গ্রেফতার ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলা গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার রবিবার দুপুরে মামলাটি তদন্তের জন্য পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় হস্তান্তর করেন। এদিকে, গতকাল ভোরে ডিবি পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার অরিয়া গ্রামের আবদুল বারীর ছেলে নুর বাশার ও সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের রাজাউল্লাহ বিশ্বাসের ছেলে জাহিদুর রহমান বিশ্বাস। এর আগে ২ জুলাই শনিবার রাতে শ্রীশ্রীরাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদ সাধু বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইনামুল হক জানান, পুরোহিত ভবসিন্ধু বরকে হত্যাচেষ্টার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গতকাল ডুমুরিয়া উপজেলার অরিয়া গ্রাম থেকে নুর বাশারকে গ্রেফতার করা হয়েছে। তার পিতা আবদুল বারী খুলনা জেলা জামায়াতের সদস্য। এ ছাড়া সাতক্ষীরার ধুলিহরে জাহিদুর রহমান বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, শনিবার ভোরে ৬-৭ জন দুর্বৃত্ত সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর