মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সরকার জাতীয় ঐক্যে আগ্রহী নয়

নিজস্ব প্রতিবেদক

সরকার জাতীয় ঐক্যে আগ্রহী নয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়। দেশের এই পরিস্থিতিতে সবকিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শর্ত দেওয়া মানেই সরকার ঐক্য করতে চায় না। বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে—সরকারি দল আওয়ামী লীগ নেতারা এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল এ কথা বলেন। গতকাল সকালে আর্মি স্টেডিয়ামে বিএনপির পক্ষ থেকে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল ?দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলসহ একটি প্রতিনিধি দল। তারা ?কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে ?সাংবাদিকদের প্রশ্নের জবাবে ?মির্জা ফখরুল এ কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোস্তফা, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন। রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে হলি আর্টিজানের ঘটনার কথা উল্লেখ করে বলেন, জাতির এই ভয়াবহ সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার এই আহ্বানকে নাকচ করে দেন। তারা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করার বিষয়টি বিবেচিত হতে পারে।

সর্বশেষ খবর