শিরোনাম
সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি দমনে সরকার কঠোর : ইনু

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি দমনে সরকার কঠোর : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দমনে সরকার কঠোর।

সন্ত্রাস, জঙ্গিবাদ এবং উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। এজন্য সারা দেশে জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকেও সজাগ থাকতে হবে। গতকাল রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে টেলিভিশনের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে সরকার সক্ষম। বর্তমানে সরকারের একটাই নীতি জঙ্গিদের ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে এক পায়ে খাড়া। জঙ্গিবাদ উন্নয়ন, গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু। জঙ্গি-সন্ত্রাসীদের দমন-ধ্বংস করার যে প্রশাসনিক রাজনৈতিক ও সরকারি পদক্ষেপ চলছে সেই ক্ষেত্রে গণতন্ত্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে, অতন্দ্রপ্রহরী হিসেবে গণমাধ্যমকে আমরা এই জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে একটা ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করি। আমরা মনে করি গণমাধ্যমের সজাগ সতর্ক দৃষ্টি আমাদের জঙ্গি দমনে সাহায্য করবে। নৈতিকতা মেনে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে জঙ্গি দমনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। ইনু বলেন, সরকারকে উত্খাতের অংশ হিসেবে গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো হয়েছে। এই জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম ধর্মের হাজার বছরের শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দকে যারা বিশ্বাস করে না তারাই এমন হামলা চালিয়েছে। এরা নিরপরাধ মানুষের ওপর আক্রমণ পরিচালনা করার মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের অসাম্প্রদায়িক নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিব্রত করা ও উত্খাত করার ষড়যন্ত্র করে ছিল।

সর্বশেষ খবর