মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক

ভারতের বিতর্কিত ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের আদেশ জারি করেছে সরকার। তথ্যমন্ত্রণালয় এ আদেশ জারির পর পরই সারা দেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। পরে বিকালে একটি বার্তা সংস্থাকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন অনলাইনেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হবে। তিনি বলেন, খুব শিগগিরই অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ চ্যানেলের ডাউনলোড লিংক বন্ধ করা হবে। গতকাল তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় শর্ত ভঙ্গ করায়, পিস টিভি চ্যানেলটির ডাউনলিঙ্ক অনুমতি বাতিল করা হলো। পিস টিভির সম্প্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয় সরকারি ওই আদেশে। এর আগে অভিযোগ ওঠে, জাকির নায়েকের বক্তব্যে তরুণরা সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হচ্ছে। বলা হচ্ছে, গুলশানে হামলাকারী সন্ত্রাসীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করত। গুলশানের ঘটনার পর জাকির নায়েক ও তার পিস টিভি নিষিদ্ধ করার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘সভায় পিস টেলিভিশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই অপর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, পিস টিভি বন্ধের বিষয়ে সোমবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পিস টিভি সম্প্রচার এবং ডাউনলিঙ্ক শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউনলিঙ্ক অনুমতি বাতিল করা হলো। বাংলাদেশের অভ্যন্তরে এ চ্যানেলের সব প্রকার সম্প্রচার বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয় আদেশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও), বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর প্রশাসকের কাছে সরকারি এ আদেশের অনুলিপি পাঠিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর