মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইউরো কাপ

রোনালদোর পর্তুগাল চ্যাম্পিয়ন

রাশেদুর রহমান

রোনালদোর পর্তুগাল চ্যাম্পিয়ন

ইউরো কাপে যাত্রার পূর্বক্ষণে পর্তুগিজরা আবদার করেছিল, রোনালদো, এবার আমাদের ট্রফিটা এনে দিও। এমন আবদার তারা লুইস ফিগোর মতো কিংবদন্তির কাছেও করেছিল। যুগের পর যুগ কেটে গেল। ইউরো কাপের আসর প্রতি চার বছর অন্তর হতেই থাকল। পর্তুগিজদের আবদার কেউ পূরণ করতে পারেনি। তাই বলে রোনালদোও পারবেন না! তিনি কথা দিয়েছিলেন, ইউরো কাপের ট্রফিটা  উপহার দিবেন পর্তুগালকে। সেই কথা রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইনাল ম্যাচের ২৫তম মিনিটে ইনজুরিতে কাতর রোনালদো উঠে গেলেও পর্তুগিজরা সেন্ট ডেনিসের স্ট্যাড দ্য ফ্রান্সে এডারের একমাত্র গোলে ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে ইউরোর চকচকে ট্রফির পরশ পেয়েছে। রোনালদো-বিচ্ছেদ পর্তুগিজদের জন্য অনুপ্রেরণার এক অফুরান উৎস হয়েই যেন দেখা দিয়েছিল ফাইনালে! মেসি-রোনালদো বিতর্ক একটা পর্যায়ে এসে শেষ হলো। আন্তর্জাতিক ফুটবলে মেসির ব্যর্থতায় এতদিন শামিল ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। এখন তিনি রাজার আসনে সমাসীন। ইউরো জয়ী অধিনায়ক। পর্তুগিজদের স্বপ্ন পূরণের সারথি। সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় এবার রোনালদোর নামও থাকবে পেলে-ম্যারাডোনাদের সারিতে। মেসি চারটা ফাইনাল খেলেও ট্রফিতে চুমু খেতে ব্যর্থ। রোনালদো দ্বিতীয় ফাইনালেই বাজিমাত করলেন। লিওনেল মেসি মাঠে থেকেও যা পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো না থেকেও তা করে দেখালেন। ১৫তম ইউরো কাপে ১০ নম্বর চ্যাম্পিয়নের দেখা পেল ফুটবলভক্তরা। এর আগে জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি, সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক আর গ্রিস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ৩৮ বছর ধরে ফ্রান্সের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি পর্তুগাল। ইউরো কাপের ফাইনালে ফ্রান্সই ছিল ফেবারিট। কিন্তু সব ধারণা ভুল প্রমাণ করে পর্তুগিজরা প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলে নিল। সেই সঙ্গে ফ্রান্সের কাছে অতীত হারগুলোর এক নিষ্ঠুর প্রতিশোধও নিয়ে নিল তারা। রোনালদোদের জয়, পুরো পর্তুগালকেই উৎসবের রঙে রাঙিয়েছে। রাজধানী লিসবনে হাজার হাজার জনতা মিছিল নিয়ে বেরিয়েছে রাস্তায়। জাতীয় বীরদের সম্মান জানাতে পতাকা-পোস্টার-ফেস্টুন হাতে বড়দের সঙ্গে অংশ নিয়েছে শিশু-কিশোররাও। পর্তুগিজরা এমন ফুটবলীয় উৎসবে মেতে উঠার সুযোগ যে এবারই প্রথম পেয়েছে!

সর্বশেষ খবর