মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নাশকতার আশঙ্কা থাকলে আগেই জানান

নিজস্ব প্রতিবেদক

নাশকতার আশঙ্কা থাকলে আগেই জানান

গুলশান ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার পর পরিস্থিতিকে ‘সংবেদনশীল’ বিবেচনা করে সংসদের দুটি আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। পরিস্থিতি যাতে খারাপ না হয় সে বিষয়ে অত্যন্ত সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিয়ে নিবৃত্ত করতে হবে, যাতে ঘটনা জটিল আকার ধারণ না করে।’ বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘এটি নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। বর্তমানে খুব সংবেদনশীল পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তত্পর রয়েছে।’ গতকাল ইসি সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি কাজী রকিবউদ্দীন । ময়মনসিংহ-১ ও ৩ আসনে ১৮ জুলাই উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিয়ে নিবৃত্ত করতে হবে, যাতে ঘটনা জটিল আকার ধারণ না করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের আশ্বস্ত করেছে, এ ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে।’ দুটি আসনে শান্তিপূর্ণভাবেই ভোট হবে বলে আশা প্রকাশ করে সিইসি বলেন, মাঠপর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনে অস্বাভাবিক পরিস্থিতির কথা নেই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে খালি হওয়া ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপনির্বাচন ১৮ জুলাই ভোট হবে। দুই আসন মিলে মোট সাতজন প্রার্থী ভোটের লড়াইয়ে থাকবেন।

সর্বশেষ খবর