মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সরাসরি অলিম্পিকে খেলবেন সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

সরাসরি অলিম্পিকে খেলবেন সিদ্দিকুর

শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। গতকাল সেই আনুষ্ঠানিকতার অবসান হলো। সিদ্দিকুর রহমান বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেলেন। ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হবে অলিম্পিক। সেকঅনে তিনি গলফ ইভেন্টে অংশ নেবেন।

নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে প্রথম ৬০-এ থাকলে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পেয়ে থাকেন যে কোনো গলফার। গেল সপ্তাহে চীনা তাইপেতে একটি টুর্নামেন্ট শেষ করার পর সিদ্দিকুরের র‌্যাঙ্কিং ছিল ৫৩।    তখনই অলিম্পিক প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। গতকাল প্রকাশিত র?্যাঙ্কিং শেষে সেই সংশয় কেটে যায়। নতুন র‌্যাঙ্কিংয়ে সিদ্দিকুরের অবস্থান ৫৬। এতেই রিও অলিম্পিক নিশ্চিত হলো গলফার সিদ্দিকুরের। তিনি ছাড়াও কোটায় অলিম্পিক যাওয়া নিশ্চিত করেছেন শুটার আবদুল্লাহ হেল বাকি, তিরন্দাজ শ্যামলী রায়, সাঁতারু মাহফিজুর রহমান ও টুম্পা।

সর্বশেষ খবর