বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আফ্রিকায় যাচ্ছেন জাকির নায়েক

প্রতিদিন ডেস্ক

তরুণদের জঙ্গিবাদে ‘উৎসাহিত করার’ অভিযোগে তদন্তের মুখে থাকা বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক সৌদি আরব থেকে ভারতে ফেরার নির্ধারিত যাত্রা বাতিল করেছেন। নিজের প্রতিষ্ঠিত পিস টিভির মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পাওয়া এই চিকিৎসক আগামী দুই থেকে তিন সপ্তাহ আফ্রিকায় থাকবেন বলেও তার সহযোগীর বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবর বিডিনিউজের। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ভারত সরকার খতিয়ে দেখছে বলে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে দেশে ফিরে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে সোমবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করার কথা বলেছিলেন জাকির নায়েক। পরে সংবাদ সম্মেলন বাতিল করে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক স্কাইপে কনফারেন্স করবেন বলে জানান তিনি। সেটিও তিনি বাতিল করেছেন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জাকির নায়েক বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ভারত সরকারের কোনো সংস্থা থেকে এ পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। ভারতের তদন্তকারী সংস্থার কোনো কর্মকর্তাকে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলে আমি আনন্দিত বোধ করব।

সর্বশেষ খবর