শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
সম্পাদক পরিষদের বিবৃতি

সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি

নিজস্ব প্রতিবেদক

সম্পাদক পরিষদ প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে বলেছে, বর্তমান সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি।

গতকাল দি ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভায় গৃহীত বিবৃতিতে এই সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার।

সভায় আরও উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকও দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক আজাদী সম্পাদক ম এ মালেক, সংবাদ সম্পাদক (ভারপ্রাপ্ত) খন্দকার মুনিরুজ্জামান, নিউ-এজ সম্পাদক নূরুল কবীর, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

বিবৃতিতে বলা হয়, ‘সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অপশক্তি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমির স্থিতিশীলতা বিনষ্টের সুগভীর চক্রান্তে লিপ্ত। চরম নৃশংসতায় নিরীহ মানুষ হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বহির্বিশ্বে ভুল বার্তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গুলশানে অনেক বিদেশি নাগরিকসহ বেশকিছু তরুণ ও পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ঈদের দিন শোলাকিয়ায় নিহত হয়েছেন একাধিক মানুষ। তাদের সবার স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

সর্বশেষ খবর