Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:৪২
সিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট
সিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট

জাপানের সম্রাট আকিহিতো শিগগিরই সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ৮২ বছর বয়সী আকিহিতো বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তবে সম্রাট তার অবসরের সিদ্ধান্তের কারণ বা দায়িত্ব হস্তান্তরের কোনো দিনক্ষণ জানাননি। ২৭ বছর ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসা আকিহিতোর এই অবসর হবে আধুনিক জাপানের ইতিহাসে এ ধরনের প্রথম  ঘটনা। তার বড় ছেলে ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতোর সিংহাসনের দায়িত্ব নেওয়ার কথা। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে বলছে, জাপানের সম্রাট আকিহিতো তার ঘনিষ্ঠ মিত্রদের বলেছেন, তিনি জীবিত থাকাকালীন আর কয়েক বছরের মধ্যে সিংহাসন যুবরাজের হাতে তুলে দেবেন। সম্রাট তার দায়িত্ব পুরোপুরি পালনে অক্ষম হওয়ার আগেই সিংহাসন ত্যাগ করতে চান। বিষয়টি তার পরিবারের সদস্যদেরও জানিয়ে দিয়েছেন। সূত্রসমূহ আরও জানাচ্ছে, রাজপরিবার সংক্রান্ত এজেন্সি জনসমক্ষে সম্রাটের এক ভাষণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow