শিরোনাম
শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইনু-বার্নিকাট বৈঠক

চার বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহ প্রকাশ এবং দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে এসব কথা     বলেন তিনি। ইনু বলেন, সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাদের আলোচনা হয়েছে। আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন, এ চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ ও আমেরিকা এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করব, গভীরভাবে কাজ করব, ভালোভাবে কাজ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা সব সময়ই সহযোগিতার ভেতরে আছি, সে জন্য আমরা ঘন ঘন বসি। শুধু তথ্য মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বসি। কয়দিন আগে নিশা দেশাই বিসওয়াল এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককে নিয়মিত বৈঠক উল্লেখ করে তিনি বলেন, এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, গভীর হচ্ছে।

সর্বশেষ খবর