শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আসেম শীর্ষ সম্মেলন

মঙ্গোলিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

একাদশ এশিয়া-ইউরোপ সামিটে (আসেম) যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে উলানাট রওনা হন। যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনবাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উলানবাটরের চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গোলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ও অ্যাম্বাসেডর এট-লার্জ পি. সাগান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। আজ শুক্রবার প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। শেখ হাসিনা শীর্ষ সম্মেলনের প্রথম ও দ্বিতীয় পূর্ণ অধিবেশন অংশগ্রহণ করবেন এবং আসেম অংশীদারিত্ব ও যোগাযোগ বিষয়ে বক্তব্য রাখবেন। তিনি আজ সুইস প্রেসিডেন্ট জোহান স্নাইডার, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী অতিথিদের সম্মানে আসেম ভিলেজের মঙ্গোলজেন-এ মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে অনুষ্ঠেয় এক ভোজসভায়ও অংশ নেবেন। শেখ হাসিনা আগামীকাল মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও, ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের সভাপতি জেন ক্লাউড জুনকারের সঙ্গে বৈঠক করবেন। তিনি আসেম নেতাদের সঙ্গে অবকাশকালীন বৈঠকেও অংশগ্রহণ করবেন।

সর্বশেষ খবর