শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আদালতের নিরাপত্তায় চিঠি

নিজস্ব প্রতিবেদক

আদালতের নিরাপত্তায় চিঠি

একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে দেশের সব আদালতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। তিনি আদালত অঙ্গন, বিচারক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন। প্রধান বিচারপতির এ-সংক্রান্ত একটি চিঠি গতকাল মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক, পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলার ঘটনার পর সুপ্রিমকোর্ট ও দেশের অধস্তন আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সার্বিক নিরাপত্তা বিষয়ে কয়েক দিনে একের পর এক বৈঠক করেন প্রধান বিচারপতি। বিচারক, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, সিনিয়র আইনজীবী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি ও সুপ্রিমকোর্ট প্রশাসন। এসব বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সুপ্রিমকোর্ট প্রশাসনও আদালত ভবনের মূল ফটক ছাড়া বিকল্প ফটক (শুধু বিচারপতিদের ব্যবহারের জন্য) ব্যবহার না করা, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রবেশরত সব গাড়ি স্ক্র্যানিং করা, সুপ্রিমকোর্ট প্রশাসন ও আইনজীবী সমিতির স্টিকারসংবলিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অবস্থান না করা, রিকশার প্রবেশ নিষিদ্ধ, আইনজীবীদের ব্যাজ ও আইনজীবী সহকারীদের পরিচয়পত্র সার্বক্ষণিক গলায় ঝোলানোর বিষয়ে নির্দেশনা দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর