শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সন্ত্রাস বা সন্ত্রাসী হামলা কোনো রাজনৈতিক সমস্যা নয়, এটা আমাদের জাতীয় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় দলমত নির্বিশেষে সব দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গুলশানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল দল আহৃত শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জাপা সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, রেজাউল ইসলাম ভূইয়া, দিদারুল আলম দিদার, নুরুল ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, ইসহাক ভূইয়া প্রমুখ। রুহুল আমিন হাওলাদার আরও বলেন, একটি কুচক্রী মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। কিন্তু সরকার ও সচেতন মানুষ তা হতে দেবে না। সরকার সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করছে। এ দায়িত্ব আমাদের সবার। এ অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না। সবার প্রতি আহ্বান— আসুন এই শত্রুদের হাত থেকে দেশ রক্ষায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর