শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উগ্রবাদ ঠেকাতে কৌশল ঠিক করা হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যের মাধ্যমে উগ্রবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কর্মকৌশল ঠিক করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উগ্রবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন চেয়ারপারসন। জাতীয় ঐক্যের এ ডাকে তিনি পরবর্তী কী কী পদক্ষেপ নিতে পারেন, সেগুলো নিয়ে পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধির সঙ্গে আলাপ শুরু করেছেন। সন্ত্রাস ও উগ্রবাদ জাতির জন্য মারাত্মক হুমকি। সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ, কৃষক দলের নেতা নাসির উদ্দিন হাজারী প্রমুখ এ সময় তার সঙ্গে ছিলেন। পাকস্থলীর জটিলতায় গুরুতর অসুস্থ রিজভীকে বুধবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মির্জা ফখরুল বলেন, ‘আমরা ধারাবাহিক যে কর্মসূচি নিয়েছি— সর্বস্তরের ব্যক্তি, রাজনৈতিক দলসমূহ ও সিভিল সোসাইটির সঙ্গে কথা বলে এই ভয়াবহতা কীভাবে প্রতিরোধ করা যায়, তার ব্যাপারে একটা কার্যক্রম গ্রহণ করবেন চেয়ারপারসন। তারই প্রস্তুতি সভা হয়েছে বৃহস্পতিবার। ওই সভায় বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত দিয়েছেন। সেই মতামত বেগম খালেদা জিয়া শুনেছেন।’

সর্বশেষ খবর