Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুলাই, ২০১৬ ২৩:৫০
ঘর থেকে ইমামের গলা কাটা লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা সদরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহিরুল হক জহিরের বাড়ির শয়নকক্ষ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ পিপিএম জানান, বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে এসে খাবার খেয়ে ঘরের নিজ কক্ষে ঘুমাতে যান জহিরুল। এরপর শয়নকক্ষে গলাকাটা অবস্থায় তার লাশটি পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসপি জানান, গত কয়েক দিন ধরে জহিরুল অসুস্থ বোধ করছিলেন। প্রাথমিক আলামতে তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা। লাশ উদ্ধারের সময় জহিরুলের হাতে রক্তাক্ত একটি ছোরা পায় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow