শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
সিপিবির সমাবেশে বক্তারা

জনগণের সুন্দরবন জনগণকেই রক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, জনগণকে ধোঁকা দিয়ে সরকার রামপাল চুক্তি করেছে। সরকারি বিদ্যুেকন্দ্র সংস্কার না করে শুধু ব্যক্তিগত মুনাফা লাভের আশায় জনবিরোধী কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র করতে সরকার বেশি আগ্রহী। তাই জনগণের সুন্দরবন জনগণকেই ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।

গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। রামপাল চুক্তির প্রতিবাদে সিপিবি ঢাকা কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে করা রামপাল চুক্তি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য রাজনৈতিক দলসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। রামপালে বিদ্যুেকন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না- ভারতীয় হাইকমিশনারের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের পরিবেশ অধিদফতরকে বুঝিয়ে ভারতেই এ বিদ্যুেকন্দ্র স্থাপন করুন। আমরা আপনাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব। সিপিবি ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ হোসেন আশু, জাহিদ হোসেন খান। সমাবেশ পরিচালনা করেন খান আসাদুজ্জামান মাসুম। বক্তারা আরও বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে সরকার একতরফাভাবে এ চুক্তি করেছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সর্বশেষ খবর