Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুলাই, ২০১৬ ২৩:৫৮
এরশাদের বিশেষ সহকারী হলেন বাবলু
নিজস্ব প্রতিবেদক
এরশাদের বিশেষ সহকারী হলেন বাবলু

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল দলের চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেসসচিব সুনীল শুভরায়ের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এই নিয়োগ দিয়েছেন। বাবলু দলের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বের অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া রেজাউল ইসলাম ভূঁইয়াকে জাতীয় পার্টির চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ এর (ক) ধারা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow