শিরোনাম
সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ওদেরকেও খুঁজছে পরিবার

নিজস্ব প্রতিবেদক

ওদেরকেও খুঁজছে পরিবার

নতুন সাত নিখোঁজ ব্যক্তির সন্ধান চেয়েছে তাদের উৎকণ্ঠিত পরিবার। এরমধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। গুলশানে হামলাকারীদের কয়েক মাস ধরে নিখোঁজ থাকার পর জঙ্গি তত্পরতায় জড়িয়ে পড়ার খবর পেয়ে এই সাতজনের পরিবারও উৎকণ্ঠিত। এর আগে এমন আরও ১০ জন নিখোঁজকে ফিরে আসার আহ্বান জানিয়েছিল তাদের পরিবার। নিরাপত্তার স্বার্থে পরিবারগুলোর বিস্তারিত প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। নতুন যাদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে তারা হলেন ঢাকার গুলশানের সেজাদ রউফ ওরফে  অর্ক ওরফে মরক্কো (পাসপোর্ট নম্বর: ৪৭৬১৪৫৯৯২), রামপুরার সাদ কায়েস (পাসপোর্ট নম্বর: বিএফ ০৪৮৬৬৪২), রামপুরার রামিতা রোকন (পাসপোর্ট নম্বর: বিসি ০০৪৫৩৩৯), বনানীর তাওসীফ হোসেন (পাসপোর্ট নম্বর- বিই ০৩৫২৭৬১ ডব্লিউ ০৫৫৯২২৭), রামপুরার ডা. রোকনুদ্দীন খন্দকার (পাসপোর্ট নম্বর: এএফ ১০১৩০৮৮), রামপুরার নাইমা আক্তার (পাসপোর্ট নম্বর: বিসি ০০০৬৯৩৭), রামপুরার রেজওয়ানা রোকন (পাসপোর্ট নম্বর: ০০৩৫১৯৮)। এর আগে, গুলশান হামলার দুই দিন পর যে ১০ জন নিখোঁজকে ফিরে আসার আহ্বান জানানো হয় তারা হলেন ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমন্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।

সর্বশেষ খবর