সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ক্ষমতা হারানোর ভয়ে ঐক্য হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা হারানোর ভয়ে ঐক্য হচ্ছে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় রয়েছে। এ বিপাকে সরকার। তাই তারা জাতীয় ঐক্যে এগিয়ে আসছে না। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে ‘ভয়েজ অব ডেমোক্রেসি’। সংগঠনের নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ। হান্নান শাহ বলেন, ভোট-ডাকাতি করে উনারা ক্ষমতায় এসেছেন। ডাকাতি করা তো সন্ত্রাসী কর্মকাণ্ড? তাদের দ্বারা এই সন্ত্রাস নির্মূল করা যাবে বলে আমি বিশ্বাস করি না। যদি বেগম জিয়া সফল হন, ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সরকার ব্যর্থ সরকার। সরকার কিছু করতে জানে না, বরং বিরোধী দল জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। হান্নান শাহ বলেন, উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক তা এ সরকার চায় না। খালেদা জিয়া জাতীয় ঐক্য ডাকায় সরকার বিপাকে পড়েছে। যদি বেগম জিয়া সফল হয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে তো এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নিশ্চয়ই আমরা চাইব গণতন্ত্র পুনরুদ্ধার করা হোক। যে গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা দেবে এবং দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাসের মাধ্যমে নয়।

সর্বশেষ খবর